ঝিনাইদহে দুই ঘন্টা মহাসড়ক অবরোধের পর সকল রুটের যান চলাচল স্বাভাবিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯

ঝিনাইদহে দুই ঘন্টা মহাসড়ক অবরোধের পর সকল রুটের যান চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে মাইক্রো বাস চালক পলাশকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। এতে ঝিনাইদহের উপর দিয়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম  দুর্ভোগে পড়ে যাত্রী সাধারন।

শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার রাতে  মাইক্রো বাস চালক পলাশ শহরের  মাওলানা ভাষানী সড়কে  ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর পিএস কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান। এসময় কয়েক জন দুর্বৃত্তরা তার অফিসে ঢুকে কামাল হোসেন ও শ্রমিক  পলাশকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা ঝিনাইদহের সকল রুটের সড়ক অবরোধ করে। প্রায় ২ ঘন্টা পর  জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here