বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পার্ট-২ এর চুড়ান্ত পরীক্ষায় ইংরেজী (আবশ্যিক) পরীক্ষা চলাকালে বৃহস্পতিবার (১৪.১১.১৯)অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
একই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের অধীন ৮ম শ্রেনীর জেএসসি পরীক্ষায় গণিত বিষয়ে নকলের দায়ে বোয়ালমারী জর্জ একাডেমী কেন্দ্র থেকে ৭ জন, বোয়ালমারী সরকারী কলেজ কেন্দ্র থেকে ১জন, কাদিরদি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১জন, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১জন ও চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১জন সর্বমোট ১১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্রে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঝোটন চন্দ। জেএসসি পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঝোটন চন্দ এবং সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিলা বিনতে মতিন পৃথক অভিযান চালান।