আবাসিক হোটেলে মেয়র আরিফের অভিযান, ১২ নারী-পুরুষ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

আবাসিক হোটেলে মেয়র আরিফের অভিযান, ১২ নারী-পুরুষ আটক



 সময় সংবাদ ডেস্ক//
সিলেট নগরীর লালবাজার এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এই অভিযানে লালবাজারের এক আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব গণমাধ্যমকে জানান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বন্দরবাজারে পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের কাছে হোটেলে অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানান। পরে তাৎক্ষণিক মেয়র পুলিশ সদস্যদের নিয়ে এক আবাসিক হোটেলে অভিযান চালান।

এসময় ৫ নারী ও ৭ জন পুরুষসহ ১২ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হোটেলটি সিলগালা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here