নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান বাড়াতে সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুদের স্কুলগামী করতে মিড-ডে মিল, উপবৃত্তি এবং বিনামূল্যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন পাঠ্যবই। তাই বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
(১০ শে নভেম্বর) রোববার সকাল ১১ টায় বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি পৌর শাখার আয়োজনে পৌরসভা কর্তৃক পরিচালিত প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ফ্রি পাঠদানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উপস্থিত হয়ে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধরণ সম্পাদক সাঈদুর রহমান রাজু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রব্বানী ইস্তি, সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ আরও অন্যান্যরা।