আমঝুপিতে হবে মিনি স্টেডিডাম এবং আমঝুপির নীলকুঠি হয়ে উঠবে আধুনিক শিশু পার্ক - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, December 01, 2019

আমঝুপিতে হবে মিনি স্টেডিডাম এবং আমঝুপির নীলকুঠি হয়ে উঠবে আধুনিক শিশু পার্ক


মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসায় ৪ তলা একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আমঝুপি আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসায় ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন, আমঝুপিতে হবে মিনি স্টেডিয়াম এবং আমঝুপি নীলকুঠি হয়ে উঠবে আধুনিক শিশু পার্ক,আমঝুপি নীলকুঠির নদী খনন করা হবে সেখানে পর্যটনকেন্দ্র স্থাপন করা হবে,আমঝুপির যে সকল রাস্তা-ঘাট এখনো সংস্কার করা হয়নি সেগুলো অতি শীঘ্রই সংস্কার করা হবে। সমাবেশে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,মেহেরপুর  পুলিশ সুপার এস.এম মুরাদ আলি। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ্জামান, আমদহ ইউনিয়নের চোয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ।

No comments: