সময় সংবাদ ডেস্ক//
রড-লাঠি নিয়ে মিছিলে অংশ নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের যুবকরা (ডানে)। তাদের থেকে কিছু রড-লাঠি নিয়ে যাচ্ছেন সহকারী প্রক্টর।
রড-লাঠি নিয়ে মিছিলে অংশ নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের যুবকরা (ডানে)। তাদের থেকে কিছু রড-লাঠি নিয়ে যাচ্ছেন সহকারী প্রক্টর। র্ টিডিসি ফটো
ডাকসু ভিপি নরুল হক নুর এবং সাধারণ ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে লাঠি মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় বিক্ষোভকারীদের কাছে থাকা কিছু রড, হকিস্টিক, লাঠি উদ্ধার করে নিয়ে গেছেন সহকারী প্রক্টর আবদুর রহীমসহ প্রক্টরিয়াল টিম।
বুধবার দুপুর ২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যে তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংগঠনটি।
মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিলে রড, হকিস্টিক, লাঠি, ইট বহন করতে করতে দেখা গেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম, বদরুজ্জামান ভূঁইয়া, নারী প্রক্টর সীমা ইসলাম তাদেরকে লাঠি সোটা ফেলে দেওয়ার অনুরোধ করেন। সহকারী প্রক্টর আবদুর রহীম তাদের কাছ থেকে কিছু লাঠি নিয়ে নেন। এরপরে তারা বাকি লাঠি-রড নিয়ে মিছিলে অংশ নেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক। আজ বুধবার দুপুরে শাহবাগ থানায় লিখিত করেন তিনি। এসময় থানার বাইরে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।এদিকে ঢাবি প্রশাসন বললে অছাত্রদের বিরুদ্ধে তাৎক্ষনিক অ্যাকশনে যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক মিথুন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন ও লাঠি মিছিলে সংগঠনটির নেতারা বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের দোসরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে দিবে না মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল রাজু ভাস্কর্যে নুরুর সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জঙ্গিরা দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেছিলো। দুর্নীতিবাজ, পাকিস্তানি জামাত-শিবিরের এজেন্ট নুরুকে ঢাবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চ অবাঞ্ছিত ঘোষণা করেছে।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, নরের সংগঠন সন্ত্রাসী সংগঠন। তারা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন কারী। তারা গতকাল দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তাই আমরা আত্মরক্ষার্থে লাঠিসোটা হাতে রেখেছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম বলেন, ক্যাম্পাসে বিক্ষোভের সময় লাঠি দুইপক্ষের কাছে ছিলো। এই খবর পেয়ে প্রক্টরিয়ার টিম সেখানে উপস্থিত হয়। আমরা বলার পরে তারা লাঠি ফেলে দিয়েছে। এছাড়া ক্যাম্পাসে কোন সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করবে না বলে জানিয়েছেন তিনি।
শাহবাগ থানায় নুর লিখিত অভিযোগ করতে গেলে রমনা জোনের ডিসি আশরাফুল আজিম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। প্রক্টর পুলিশকে যদি বলে নুরের উপর হামলাকারীরা অছাত্র। তাহলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেবে। এছাড়া নুরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন তিনি।