রাজাকারদের তালিকা তৈরি করতে ৬০ পয়সাও খরচ করিনি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

রাজাকারদের তালিকা তৈরি করতে ৬০ পয়সাও খরচ করিনি


সময় সংবাদ ডেস্ক//
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্থগিত হওয়া রাজাকারদের তালিকা করতে কোটি তো নয়ই, ৬০ পয়সাও খরচ হয়নি। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে গেলো বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজাকারের তালিকা বলে যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছিল সেই কাজের জন্য তাদের ৬০ কোটি টাকা দেয়া হয়েছিল। সেই টাকা কোথায় খরচ হয়েছে তা জানতে চাইলে কামাল বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি একজন সিনিয়র মন্ত্রী।

তিনি বলেন, দালাল আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামের তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তবে এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামের তালিকাও নোট হিসেবে সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছিল। মন্ত্রী তালিকা চেয়েছেন, আমরা দিয়েছি। কিন্তু তা প্রকাশ করবেন কিনা তা আমাদের বলেননি।

প্রসঙ্গত, গেলো রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। বুধবার (১৮ ডিসেম্বর) সেই তালিকা প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।

Post Top Ad

Responsive Ads Here