গজারিয়ায় শিক্ষককে মারধর করল অভিভাবক বিচারের দাবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৩, ২০১৯

গজারিয়ায় শিক্ষককে মারধর করল অভিভাবক বিচারের দাবী


সময় সংবাদ ডেস্ক//
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় ২১নং আনারপুরা সর: প্রা: বিদ্যালয়ে অভিভাবকের হাতে এক মো: শাহজাহান (৫৫) নামে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত অভিভাবকের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে এ দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়টির সহকারি শিক্ষক মো: শাহজাহান হাত পায়ের নখ কেটে না আসায় ওমর (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত দিয়ে ১টি বারি দেন। ঘটনাটি ঐ শিক্ষার্থী বাসায় ফিরে তারা অভিভাবককে জানালে শিক্ষার্থীর বাবা আবু খালেদ ওরফে তোতা মিয়া শ্রেণি কক্ষে ডুকে সকল শিক্ষার্থীদের সামনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহানকে বেত দিয়ে আঘাত ও অশালীন ভাষায় গালমন্দ করে।এ ঘটনায় আবু খালেদ তোতার দৃষ্টান্তমুলুক শাস্তির দাবীতে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। পরে খবর পেয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন ঘটনাস্থলে এসে বিচারের আস¦াস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রেণি কক্ষে উপস্থিত একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তোতা মিয়া শিক্ষক শাহজাহানকে বেত দিয়ে ৪/৫ বারি দেন ও গালমন্দ করছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ( প্রাথমিক) মমতাজ বেগম জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। শিক্ষাক,শিক্ষার্থী,অভিভাবক সবার সাথে কথা বলেছেন তবে শিক্ষার্থী বা শিক্ষকের পিঠে কোন আঘাতের চিহ্ন পাননি। ঘটনাটি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here