আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০১, ২০২৬

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

 

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন একটি তুলার মিল থেকেই আগুনের সূত্রপাত হয়।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।


অগ্নিকাণ্ডে মিলের ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা (ঝুট), তিনটি তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


জানা গেছে, বশির খান বিগত তিন বছর ধরে মানিকঝুড়ি এলাকায় দেলোয়ার বিশ্বাসের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলা (ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন।





খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, আমতলী থানার পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) এবং আমতলী থানার অফিসার ইনচার্জসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here