চট্টগ্রামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ০৬, ২০১৯

চট্টগ্রামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ


সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে আহতরা হচ্ছেন- রাজীব দাশ (৩৫), নোমান (২৫), রাকিব (১৮), ওসমান গনি (৪০), নুর আলম (৩৬) ও এনায়েত (৩২)। এদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কারখানার শ্রমিকরা ওয়ার্কশপের বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন দুর্ঘটনাটি ঘটে। এতে ৬ শ্রমিক দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করার পর চমেক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের অবস্থা গুরুতর।

Post Top Ad

Responsive Ads Here