মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে স্বাধীন ও রবিন নামের ২ জনকে হিরোইন সহ আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ২জন যুবককে আটক করা হয় ।
আটক স্বাধীন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার সিহাবের ছেলে এবং রবিন একই এলাকার কাবুল আলীর ছেলে। এর আগে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে তাদেরকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।