ইরানের টার্গেটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৩৫ স্থাপনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৫, ২০২০

ইরানের টার্গেটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৩৫ স্থাপনা



সময় সংবাদ ডেস্ক//
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে যুদ্ধাবস্থা বিরাজ করছি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

ইরান শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আগেই। গতকাল রিভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটে রেখেছে ইরান। এ খবর দিয়েছে ডেইলি মিরর।

বলা হয়, আইআরজিসি কমান্ডার ঘোলামালি আবু হামজেহ বলেছেন, ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ আমেরিকান টার্গেটগুলো অনেক আগেই ইরান চিহ্নিত করে রেখেছে। তবে কোনো বিশেষ টার্গেটের নাম উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫টি স্থাপনা, এমনকি তেল আবিব (ইসরাইলের) আমাদের হামলার আওতায়।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের ৫২টি স্থাপনা তাদের টার্গেটে রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here