আবার সংসারের টানাপোড়েনে প্রভা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২০

আবার সংসারের টানাপোড়েনে প্রভা!

ডেস্ক খবর:
নতুন বছরে শুরুতে ধারাবাহিক নাটকে হাজির হচ্ছেন নাট্যাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকটিতে তার সঙ্গে দেখা মিলবে আরেক অভিনেতা গোলাম কিবরিয়া তানভীরকে। সংসারে নানা টানাপোড়েনের গল্প নিয়ে ‘পরের মেয়ে’ নাটকটি নির্মাণ করেছেন হাবীব শাকিল। নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, পারিবারিক গল্পের নাটক ‘পরের মেয়ে’। কাজটি করতে বেশ ভালো লেগেছে। এই নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে রূপদান করেছি। যার কারণে পূর্ণ মনযোগ দিয়ে কাজটি শেষ করেছি। 

তানভীর বলেন, সম্পূর্ণ পারিবারিক গল্পের একটি নাটক। সংসারে নানা টানাপোড়েনের গল্প উঠে এসেছে নাটকে। যে কারণে কাজ করতেও বেশ আনন্দ পেয়েছি। নাটকটি দর্শকদের চেনা গল্প, আশা করছি তাদের ভালো লাগবে।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নির্মিত এ নাটকটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান, ইলোরা গহর, ইন্তেখাব দিনার, আশরাফুল আশীষ, হিন্দোল রয়, আরিয়া অরিত্রা, টয়াসহ অনেকে। 

নির্মাতা সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে। 

Post Top Ad

Responsive Ads Here