প্রাইভেটকার উল্টে প্রাণ গেল কলেজ ছাত্রের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

প্রাইভেটকার উল্টে প্রাণ গেল কলেজ ছাত্রের

ডেস্ক সংবাদ:
সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেটকার উল্টে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন দাস নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে। তিনি এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাতে টিলাগড় পয়েন্টের স্পিড ব্রেকার অতিক্রমের সময় প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা চার বন্ধু আহত হন। স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। চালক মাহের, মেহরাব ও রুবেল চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় অটোরিকশা-লেগুনার সংঘর্ষে নাজিয়া আক্তার নাজু নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নাজুর দুই সন্তান।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, নাজু দুই সন্তান নিয়ে কুলাউড়া থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নাজুর বাবা তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here