desk news:
ময়মনসিংহের হালুয়াঘাটে ধানক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আতকাপাড়ার বাসিন্দারা ধানক্ষেতে নবজাতকের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নবজাতকটির বয়স এক-দুইদিন হবে। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কেউ তাকে ধানক্ষেতে ফেলে গেছে।