ডেস্ক সংবাদ:
অবশেষে গ্রেফতার হলেন অর্থ মন্ত্রণালয়ের বিয়েপাগল কর্মচারী এসএম কামরুজ্জামান কামরুল।
নারায়ণগঞ্জে স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একের পর এক বিয়ে করার অভিযোগ রয়েছে। তিনি অর্থমন্ত্রণালয়ের বাজেট শাখার কম্পিউটার অপারেটর।
শুক্রবার জেলা শহরের জল্লারপাড়ের মনিরের হোটেলের পাঁচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। সে দেওভোগ আখড়ার আব্দুল কাদেরের ছেলে।
সদর মডেল থানার ওসি (অপারেশন) আব্দুল হাই জানান, কামরুজ্জজামান পারিবারিক একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শুক্রবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী রোকসানা জানান, ২০১১ সালে খুলনা জেলায় পারিবারিক আদালতে সন্তানকে ভরণ পোষণ ও দেন মোহরের জন্য তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। তার পর থেকে সে পলাতক ছিল।
তিনি আরো জানান, পলাতক থাকা অবস্থায় কামরুল এক এক করে তিনটি বিয়ে করেন।