ডেস্ক খবর:
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বড়ালব্রিজ স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোর বড়ালব্রিজ রেল স্টেশনের পশ্চিম পাশে রেল লাইনের ধারে বসেছিল। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি তার কাছাকাছি চলে আসলে রেললাইন থেকে সরতে দেরি করায় ট্রেনের ধাক্কায় স্টেশনের উপর সে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, কিশোরটি কানে কম শুনতো। তার গায়ে খয়েরি রঙের জ্যাকেট ও পরনে নীল রঙের ফুল প্যান্ট ছিল।
বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী মেহেদী মামুন বলেন, ঘটনার পর সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আবুল হাশেম খন্দকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

