উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে আবারও ৫শ পিস ইয়াবাসহ নুরুল আলম (৪০) নামের কক্সবাজারের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারী) রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে নিকট ৫শ পিছ ইয়াবাসহ আটক করে সিরাজগঞ্জের ডিভি পুলিশ।
আটককৃত নুরুল আলম কক্সবাজার জেলার পেকুয়া থানার মখনামা মুহুরীপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কড্ডার মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা ৫শ পিস ইয়াবাসহ নুরুল আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে এসে ব্যবসা করে আসছে। তার সাথে এ এলাকার কিছু লোক জড়িত। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।

