এ,কে এম গিয়াসউদ্দিন,জেলা প্রতিনিধি-
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়।
সুত্র জানায় আজ (২৬ জানুয়ারী)রবিবার সকালে হীড বাংলাদেশের দে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জেন সভা কক্ষে দিনটির তাৎপর্যের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
ভোলা সিভিল সার্জেন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: সোলায়মান এর সভাপত্বিতে প্রধান আলোচক ছিলেন লেপরোজি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রজেক্ট অফিসার মো: খালিকুজ্জ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নাসিং ইনস্ট্রাক্টার মো: আফজাল হোসেন, জেলা পাবলিক হেলথ (নার্স) সুফিয়া বেগম প্রমুখ

