কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিস অনুরোধ করে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৬, ২০২০

কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিস অনুরোধ করে

হাফিজ মাছুম আহমদ দুধরচকী-

প্রিয় পাঠকের কাছে আজকে আমার আলোচনা হলো কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিস অনুরোধ করে সংক্ষেপে জেনে নিন।

১. আমি একাকি ঘর, সঙ্গী নিয়ে এসো।

উত্তরঃ- কোরআন শরীফ।

২. আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো।

উত্তরঃ- রাতের নামাজ।

৩. আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো।

উত্তরঃ- নেক আমল।

৪. আমি শাপ বিচ্ছুর ঘর, ঔষধ নিয়ে এসো।

উত্তরঃ- দান ও ছদকা।

৫. আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে এসো।

উত্তরঃ- কালেমা ও জিকির।

সবাই প্রশ্ন ও উত্তর গুলো পড়ে বুঝার চেষ্টা করুন এবং তদানুযায়ী আমল করুন আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে আল্লাহর ইবাদাত-বন্দেগী করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

সাবেকঃ- ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

Post Top Ad

Responsive Ads Here