ফরিদপুরে তুহিন হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

ফরিদপুরে তুহিন হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের কলেজ ছাত্র তানভীর ইসলাম তুহিন(২১) হত্যার বিচার ও আসামীদের দ্রæত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। 


মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মাতা তাহমিনা বেগমের পক্ষের তার খালা তাহেরা তুল বেগম। 


এসময় লিখিত বক্তব্য বলা হয়, পূর্ব শুত্রæতার জের ধরে গত ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যার সময় একটি ওরশ মোবারক হতে তুহিন সহ তার বন্ধুরা বাড়ি ফেরার সময় আদমপুর এলাকায় রিভেঞ্জসহ ১০/১৫ জনের একটি দল তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এরপর স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তুহিন মারা যায়। এ ঘটনার পর ৫ ডিসেম্বর তুহিনের মামা ফারুক মিয়া বাদি হয়ে রিভেঞ্জকে প্রধান আসামী করে ১১জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।  


লিখিত বক্তব্য আরো বলা হয়, আজ পর্যন্ত পুলিশ একটি আসামীকে আটক করতে পারেনি। উল্টো তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। যার ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মারাক্তক নিরাপত্তা হীনতায় রয়েছি।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী শারমিন বেগম, মামলার বাদি মোঃ ফারুক মিয়া, তার মা তাহমিনা বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

Post Top Ad

Responsive Ads Here