মাহদী হাসান, জাবি প্রতিনিধি-
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শাখা ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মানববন্ধনে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, যারা এই কাজ করেছে তারা মানুষ নয়, তারা মানুষরূপী পশু। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আর কেউ যেন ধর্ষণের মতো কুকর্মের ধৃষ্টতা না দেখায় এজন্য এদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক।
প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।