পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন


মেহের আমজাদ,মেহেরপুর- 
লম্পট শশুরের  কুপ্রস্তাবে রাজী না হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের পুত্রবধূ সালমা(২০)কে শ্বাসরোধ করে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কোলা বাইপাস সড়কের দুপাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় । শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন  বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা সালমার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে এবং শ্লোগান দেয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন আবদুল কাদের, বুলবুলি খাতুন, রাশেদুল, শফিকুল ইসলাম, বদরুদ্দীন, শাহানারা খাতুন প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হেকমত আলী ওরফে ইকবায়রা তার পুত্রবধূ সালমাকে স্বামীর অনুপস্থিতিতে কুপ্রস্তাব দেয়। এতে সালমা রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখে ইকবায়রা তার স্ত্রী আরবি খাতুন পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওই রাতেই পুলিশ  লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। গত বৃহস্পতিবার পুলিশ ময়না তদন্ত শেষে সালমার মরদেহ তার পিতা- মাতার কাছে হস্তাান্তর করে।

Post Top Ad

Responsive Ads Here