মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিরদ্দিন মেহেরপুরে যোগদান করায় মেহেরপুর জেলা বিএমএ ও স্বাচিপ এর উদ্যোগে নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিরুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় বিদায়ী উপ-পরিচালক ডাক্তার শামীম আরা নাজনীন, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার তাহাজ্জেল হোসেন, আরএমও ডাঃ এহসানুল কবির, স্বাচিপের জেলা সভাপতি ডঃ এম এ বাশার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার শামীমা আরা নাজনীন সিভিল সার্জন থেকে পদোন্নতি লাভ করে উপ-পরিচালক পদে নিযুক্ত হন।

