মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে হিরোইন সহ মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে। আব্দুস সাত্তার মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিস পাড়ার কাউসার আলীর ছেলে। রোববার রাতে তাকে আটক করা হয়। জানা গেছে ঘটনার সময় মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর শহরের পোস্ট অফিসের প্রধান গেট থেকে আব্দুস সত্তার কে (৫ গ্রাম) হিরোইনসহ আটক করে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।