মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর থানা পুলিশ এর মাদকবিরোধী অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ জসিম নামের এক যুবককে আটক করেছে। জসিম মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরের আব্দুর রশিদের ছেলে।গতকাল সোমবার সকালে তাকে আটক করা হয়। মেহেরপুর সদর থানার এস.আই শরিফ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জসিমের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।