মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস.এম মুরাদ আলি নিজস্ব উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। গত ৩ দিন যাবত মেহেরপুর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে অসহায় মানুষদের খুজে বের তিনি কম্বল বিতরণ করে আসছেন। মেহেরপুরে হঠাৎ করেই শীতের কাঁপছে হত দরিদ্র মানুষ। এদের মধ্যে অনেকেই পুলিশ সুপারের কম্বল পেয়ে বেশ খুশি হয়েছেন। পুলিশ সুপার মুরাদ আলি জানান, সামান্য চেষ্টা করেছি অসহায় কিছু মানুষদের শীত নিবারণের জন্য। যাদের তেমন একটা ঘর বাড়ি নেই এই প্রচন্ড শীতে তারা অত্যন্ত কষ্ট করছে। তাদের এই ছোট্ট উপহার দিতে পেরে আমি নিজেও খুশি। আগামী কয়েকদিনের মধ্যে আবারও বিভিন্ন জায়গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

