রাজবাড়ী প্রতিনধি-
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংর্ঘষে নারী-পুরুষসহ ৫ জন নিহত হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত ৫ জনের ২জন নারী ও ৩ জন পুুরুষ।
এরা হলেন. রাজবাড়ী সদরের আহলাদিপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী রাশিদা বেগম (৪০), ও মেয়ে তাসলিমা খাতুন (১৫) ও গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়ার আরশাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪৪) এবং ফরিদপুর সদও উপজেলার ঝিলটুলি এলাকার আব্দুর রফিক নান্নুর পুত্র ইমরান হোসেন রিফাত (২৩)।
জানাগেছে, বেনাপোল থেকে ঢাকা গামী গ্রীন লাইনের একটি পরিবহন ও দৌলতদিয়া থেকে রাজবাড়ী গামী একটি মাহেন্দ্রার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৫জন নিহত হয়। নিহত সবাই মাহেন্দ্রার যাত্রী বলে ধারনা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।