সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে ক্রীড়াঙ্গনে সাহসীকতার সঙ্গে এগিয়ে আনার দুঃসাহস দেখিয়েছেন-তিনি চান নারীর ক্ষমতায়ন।একটি কন্যা সন্তানও যেন শিক্ষার ক্ষেত্রে সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত না হয়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের যেন কোন অসৎসঙ্গ গ্রাস করতে না পারে। সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে, ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, এদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে,এটাই আমাদের প্রতাশ্যা।
শনিবার সকালে সরকারি স্বরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খাঁন,উপজেলা চেয়াম্যান আঃ হক, পৌর মেয়র গোলাম কবির, সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন,স্বরুপকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃহামিদ,সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।