মেহের আমজাদ,মেহেরপুর -
৩ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি- গাডাডোব ভায়া খোকসা সড়কের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী । গতকাল শনিবার বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সড়কের নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে সড়কের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান,আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ বেশ কিছুক্ষণ হেঁটে ওই সড়ক অতিক্রম করেন। সড়কের উদ্বোধন শেষে আমঝুপিতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকালে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি,পুলিশ সুপার এসএম মুরাদ আলি,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান,উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন প্রমূখ। জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় সেখানে সেখানে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান,সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।