গোয়ালন্দ মোড় এলাকায় আঞ্জুমান-ই-কাদেরীয়ার বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২০

গোয়ালন্দ মোড় এলাকায় আঞ্জুমান-ই-কাদেরীয়ার বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিল


রাজবাড়ী প্রতিনিধি- রাজবাড়ীর গোয়ালন্দ মোড় আঞ্জুমান-ই-কাদেরীয়ার পীর ভাইদের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে ২০তম বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় টেক্সাইল মিলস্ মাঠ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ভারত থেকে আগত আঞ্জুমান-ই-কাদেরিয়ার মেদনীপুর দরবার শরীফের খাদেম মাওলানা ওলিউল্লাহ কাদেরী। 

এছাড়া অন্যান্যদের মধ্যে ওয়াজ করেন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফের ইমাম আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শাহজাহান, দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরীয়া মাদ্রাসাতুল সাবিইল হাসান এর সুপার মাওলানা আনিসুর রহমান,  মাওলানা লুৎফর রহমান।

মাহফিল উদযাপন কমিটির সভাপতি গোলাম লাল মিয়া শেখ ও সাধারণ সম্পাদক মো. শাহিন খান পরিচালনা করেন।

ওয়াজ মাহফিলে প্রায় ১০ সহ¯্রাধিক ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। ওয়াজ শেষে মোনাজাত পরিচালনা করেন  ভারত থেকে আগত আঞ্জুমান-ই-কাদেরিয়ার মেদনীপুর দরবার শরীফের খাদেম মাওলানা ওলিউল্লাহ কাদেরী।

Post Top Ad

Responsive Ads Here