রাঙামাটিতে মাদক বিরোধি র‌্যালী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

রাঙামাটিতে মাদক বিরোধি র‌্যালী

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি: 
রাঙামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদকবিরোধি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশকের কার্যালায়ের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রসাশক একে এম মামুনুর রশিদ।

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙামাটি জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফিউল্লাহ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সম্পাদক মো. আবছারসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here