রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী প্রতিনিধি: 
রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। 

আটককৃত মোঃ ছালাম বেপারী (৪৩), গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া উত্তরপাড়া সোহরাব মন্ডলপাড়া গ্রামের মৃত গেন্দু বেপারীর পুত্র। 

রাজবাড়ীর গোয়ালন্দঘাট দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা হতে সোমবার সন্ধ্যায় ১০১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

মঙ্গলবার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ক্যাম্প স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০১ (একশত এক) পিস ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।  

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here