বিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২০

বিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল

সময় সংবাদ ডেস্ক//
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের চেনা মুখ ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ক্যারিবীয় ব্যাটিং দানব ঢাকায় পা রেখেছেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গেইল সোমবার সাড়ে ১১টার দিকে ঢাকা পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সোজা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম হোটেলে চলে যান। আজ বিকেলে দলের সঙ্গে তার অনুশীলনের কথা থাকলেও লম্বা জার্নির কারণে টিম হোটেলে বিশ্রাম করছেন ক্যারিবীয় এই তারকা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচে গেইলকে দেখা যাবে বলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিপিএলে এখনো পর্যন্ত গেইল ৩৮ ম্যাচ খেলে ৪১.৮১ গড়ে এক হাজার ৩৩৮ রান করেছেন। বিপিএলের ইতিহাসে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা চট্টগ্রামের।

Post Top Ad

Responsive Ads Here