সময় সংবাদ ডেস্ক//
পুরনো সেই ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মুস্তাফিজ । ঢাকায় একদিন বিরতি দিয়ে হওয়া ম্যাচে সিলেটের বিপক্ষে মুস্তাফিজ ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১০ রান। উইকেট তুলে নিয়েছেন তিনটি। তার বোলিং দেখে মনে হয়েছে ২০১৫ সালের সেই মুস্তাফিজ।
বলে ডট দেওয়া, ব্যাটসম্যানকে পরাস্ত করা এবং আউট হতে বাধ্য করা সেই মুস্তাফিজ। বাঁ-হাতি এই কাটার মাস্টার ২৪ বলের মধ্যে ডট বলই দিয়েছেন ১৯টি। বাউন্ডারি খেয়েছেন মাত্র একটি। তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন-সোহাগ গাজীকে।
গতকাল রাজশাহী রয়েলসের বিপক্ষে উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছে মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়েছে। বিপিএলে এখন পর্যন্ত ২য় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

