ভোলা চরফ্যাশনে গৃহবধু গণধর্ষন,আটক- ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ১৫, ২০২০

ভোলা চরফ্যাশনে গৃহবধু গণধর্ষন,আটক- ২


চরফ্যাশন( ভোলা)প্রতিনিধি: 
ভোলার চরফ্যাশন উপজেলায় গৃহবধু গণ ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়াছে।

চরফ্যাশন থানা সূত্রে জানা যায় গণধর্ষনের শিকার ভিক্টিম (২৩) বাড়ি কিশোরগঞ্জের নোয়াপাড়ার কুলিয়ারচর গ্রামে।
তার স্বামী মিজানুর রহমানের বাড়ি চরফ্যাশনে।
তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় মিজানুর রহমানের সাথে তার পরিচয় এরপর  বিয়ে হয়।

  বিয়ের কয়েক মাস পরে  মিজানুর রহমান তাকে ফেলে চরফ্যাশন চলে আসে।
তার খোঁজে মঙ্গলবার ঢাকা থেকে জাহাজযোগে চরফ্যাশনে আসলে রিক্সাওয়ালা নয়ন স্বামীর খোজে নিয়ে আসে পৌরসভার ৬নং ওয়ার্ডে।

তার সহযোগী মনিরকে ফোন করে এক পরিত্যক্ত বাড়ির বাগানে নিয়ে জোরকরে ধর্ষন করে। ধর্ষিতা ডাক চিৎকার দিলে তারা  মেরে ফেলার হুমকি দেয়।

এই ঘটনায় চরফ্যাশন থানা পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায়  পৌরসভার ৬নং ওয়ার্ডের কামাল মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রী (২৩) ও আনছারুল হক মাঝির ছেলে মনির মাঝিকে(২৫) আটক করা হয়েছে। এই তথ্য চরফ্যাশন থানা সূত্রে জানা যায়।

এ ঘটনায় চরফ্যাশন  থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, গনধর্ষনের ঘটনায় ধর্ষিতাকে কে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তার দেওয়া তথ্য মতে আসামিদের আটক করা হয়। পুলিশ বাদি হয়ে থানায়একটি মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here