নগরকান্দা চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৬, ২০২০

নগরকান্দা চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরকান্দা চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফ.এম মহিউদ্দিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক বিপ্লব জামান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে ক্রীড়াখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সকল শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী হতে হবে। উন্নত দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই। এসময় সংসদ উপনেতার পক্ষে চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারন ভবনের শুভ উদ্বোধন করেন লাবু চৌধুরী।

Post Top Ad

Responsive Ads Here