মেহেরপুরের কৃষক মিলনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেনি বিএসএফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, January 18, 2020

মেহেরপুরের কৃষক মিলনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেনি বিএসএফ


মেহের আমজাদ,মেহেরপুর- 
মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে থেকে মিলন (৪০) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা এমন খবরের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মিলনকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেনি। মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃতু মোয়াজ্জেম হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার শোলমারী সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে মিলন নামের কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করেছে। মিলন হোসেনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কুতুবপুর ইউনিয়নের শোলমারী ইউপি সদস্য রফিকুল জানান, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর নিকট নিজ জমিতে কাজ করতে গেলে ভারতীয় ৮৪ বিএসএফ এর নন্দনপুর ক্যাম্প এর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফ এর নিকট ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। 

৬ বিজিবি এর শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফ এর নিকট চিঠি দিলে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০ টা থেকে ১১ টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর নিকট উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ভারতের পক্ষে ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। ৬ বিজিবি এর শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, তারা মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানিয়েছেন। তবে মিলন হোসেনের পরিবার তাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। তবে এ ঘটনার পর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত মিলন বাড়িতে ফিরেনি এবং তাকে কোথাও খুজে পাওয়া যায়নি। 

No comments: