ভোলা চরফ্যাশন ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২০

ভোলা চরফ্যাশন ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক


এ,কে এম গিয়াসউদ্দিন, ভোলা প্রতিনিধি- 
ভোলা চরফ্যাসন ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে  আটক করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টায় চরফ্যাশন বাস টার্মিনালের পুর্ব পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর সভা ৮নং ওয়ার্ডে শাহ মোহসিনের ছেলে তানজিল(১৮) ২নং ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে রাকিবুল ইসলাম হিরু( ১৯) এবং ৪নং ওয়ার্ডের আবুল কালাম বিস্বাসের ছেলে মেহেদী হাসান অমি( ১৯)।

পুলিশ জানায়, তরুন এসব ছিনতাইকারী চক্র চরফ্যাসনের পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেলযোগে  ছিনতাই করে আসছিলো। গত কয়েকদিনে পৌর সদরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন পৌর সভা ১নং ওয়ার্ড  এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এলাকাবাসীর  এমন অভিযোগের  ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

চরফ্যাসন থানার ওসি জানান, এলাকাবাসীর অভিযোগে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন।

Post Top Ad

Responsive Ads Here