হাফিজুর রহমান.ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি খন্দকার পাড়া বঙ্গবন্ধু সুডেন্ট ক্লাবের আয়োজনে খন্দকার গোলাম কবির ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী ২০)ইং রাতে মুশুদ্দি খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জহিরুল ইসলাম মিলনের পরিচালনায় ব্যাটমিন্টন প্রতিযোগীতায় ধনবাড়ী ব্যাটমিন্টন টিম বনাম মুশুদ্দি উত্তর পাড়া ব্যাটমিন্টন টিম ফাইল খেলায় অংশ নেয়। ধনবাড়ী ব্যাটমিন্টন টিম কে ২ সেটে পরাজিত করে মুশুদ্দি উত্তর পাড়া ব্যাটমিন্টন টিম বিজয়ী লাভ করে।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন ধনবাড়ী উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি খন্দকার রিপন। এসময় মুশুদ্দির বিশিষ্ট সমাজ সেবক আবু তালেব মুকুল,খন্দকার মনিসহ মুশুদ্দি ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে এক বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন নূরানী কনস্ট্রাকশনের পরিচালক খন্দকার তারিকুল ইসলাম তারেক।

