নিজস্ব প্রতিনিধি-
টাঙ্গাইলের মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বনাঞ্চাল এলাকার পাঁকা রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে অরণখোলা পুলিশ ফাঁড়ি।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মোস্তফা জানান, শনিবার সকাল অনুমান সাড়ে দশটার দিকে বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়ার পাঁকা রাস্তার পাশে অনুমান ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা ফাঁডিতে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে রয়েছে জিন্স প্যান্ট গলায় গামছা পেছানো। লাশ উদ্ধার করে মধুপুর থানা থেকে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মধুপুর থানায় মামলার প্রসÍুতি চলছে বলে জানাযায়।

