ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় হাজী মার্কেটের মালিক ও সাবেক প্রথম শ্রেনীর ঠিকাদার বকুল বিশ্বাস ঢাকায় ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহিৃ..রাজিউন)। শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০টায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এঘটনায় পারিবারিক সুত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী (সোমবার) কবিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ঢাকার বেসরকারি বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এঘটনায় মরহুমের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

