টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৮, ২০২০

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত



জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র-জনতার মিছিলে টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত সাবেক জেলা ছাত্রদল নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩৩তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন আদালত রোডের শহীদ জগলু স্মৃতিস্তম্ভে জেলা ছাত্র দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, সাদেকুল আলম খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। পরে শহীদ জগলুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বক্তারা বলেন, শহীদ জগলু কোন দলের জন্য প্রাণ দেন নাই, টাঙ্গাইলবাসী তথা সারা দেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন। তারা শহীদ জগলু স্মরণে সকল সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করার আহবান জানান। 

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও শহীদ জগলুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি বর্ধিত বাস ভাড়ার প্রতিবাদে আয়োজিত ছাত্র-জনতার মিছিল চলাকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় পুলিশের গুলিতে তৎকালীন জেলা ছাত্র দলের নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

Post Top Ad

Responsive Ads Here