জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে বুধবার(১২ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ তানভীর হাসান(ছোট মনির)।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া(বড় মনি), টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম মোহাম্মদ খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন সিদ্দিকী(ঝিন্টু), কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম তরফদার, অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন।
টাঙ্গাইল শহরের জেলা সদর রোডস্থ আশ্রম মার্কেটে সংস্থার কার্যালয়ে অঅয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।
জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যকে টাঙ্গাইল জেলা ইউনিটের ওই কর্মসূচিতে অংশ গ্রহন করার জন্য আহŸান জানানো হয়েছে।

