মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মোনাখালি গ্রাম আওয়ামী লীগের নেতা আকবর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে মোনাখালী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মালিথার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু,মুজিবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,আওয়ামী লীগ নেতা আসকার আলী, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম,আনারুল ইসলাম, ইসমাইল হোসেন, শরিফ উদ্দিন, সেলিম রেজা,জাতীয় পার্টির নেতা কামারুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় আকবর আলীর উপর হামলাকারীদের দ্রত আটক ও তাদের বিচারের দাবি করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মুজিবনগর উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মোনাখালী বাজার এলাকা প্রদক্ষিণ করে।

