মেহের আমজাদ, মেহেরপুর-
“ইশারা ভাষার প্রমিত ব্যবহার,বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বরী সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসন,জেলা সমাজসেবা অধিদপ্তর, ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের আয়োজনে বাংলা ভাষা ইশারা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। “ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” প্রতিপাদ্য এর উপর আলোচনা সভায় অংশগ্রহণ করেন ফিজিওথেরাপি কনসালটেন্ট আব্দুল হাই রাজু, আবুল কালাম সিদ্দীক, ফাইল উদ্দিন প্রমুখ।

