ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নে নাদকুন্ডু গ্রামের অসহায় ভ্যানচালক আব্দুর সাত্তার পেলো, টিয়ার প্রকল্পের অর্থায়নে পাকাঘর। এই ঘরের ভিত্তি স্থাপন করেন সাগান্না ইউপি চেয়ারম্যান, আলাউদ্দীন আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন নাদকুন্ডু ওয়ার্ড মেম্বর রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরুন মিয়া, সাবেক মেম্বর জিন্দার আলী, ওলিয়ার রহমান প্রমুখ। সরেজমিনে দেখাগেছে, এখনো আসমানিদের মত করে বাস করা আব্দুর সাত্তারের পরিবার। সরকারের এই মহৎ কাজের জন্য গরিব আব্দুর সাত্তার ও তার স্ত্রী ছকিনা বানু দোয়া করেন। গ্রামের প্রবীন মানুষ জিন্দার মেম্বার বলেন চেয়ারম্যান কে ধন্যবাদ সঠিক ভাবে বাছাই করে প্রকৃত পাওনাদারকে এই প্রকল্পের টাকাই ঘর করে দেওয়াই।

