ভোলা সংবাদাতা :এসএসসি ও দাখিল গনিত পরীক্ষায় ভোলার দৌলতখানে ৩জনকে বহিষ্কার করা হয়েছে।
আজ (১১ফেব্রুয়ারি)মঙ্গলবার পরীক্ষা চলাকালিন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
বহিষ্ককৃতরা হলেন, দৌলতখান সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি কেন্দ্রের জাহিদ হোসেন রোল নম্বর ২১২৩২৫, মাহাবুব আলম রোল নম্বর ৮১১৬৯০, অপরদিকে দৌলতখান সরকারি আবি আবদুল্লা কলেজ দাখিল মাদরাসা কেন্দ্রের জুইয়েনা আক্তার রোল নম্বর ২০৬৯৮১।
এসব তথ্য নিশ্চিত করেছে দৌলতখান সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি কেন্দ্র সচিব শীব শংকর দেব নাথ ও দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ দাখিল মাদরাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা আবদুছ ছামাদ।

