দূর্নীতি করলে মন্ত্রী,চেয়ারম্যান,মেয়র,ডিসি কাউকেই ছাড় দেওয়া হবেনা- গোলাম রসুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, February 12, 2020

দূর্নীতি করলে মন্ত্রী,চেয়ারম্যান,মেয়র,ডিসি কাউকেই ছাড় দেওয়া হবেনা- গোলাম রসুল



মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল বলেছেন,দূর্নীতি করলে মন্ত্রী,চেয়ারম্যান, মেয়র, ডিসি কাউকেই ছাড় দেওয়া হবেনা। দূর্নীতিবাজদের বিচার করা হবে।  গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে আগামী ৭মার্চ সামসুজ্জোহা পার্কে সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বক্তব্য রাখেন। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল কতিপয় আওয়ামীলীগ নেতাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন,গত ০৫ ফেব্রয়ারি মুজিব বর্ষের মিটিং-এ যেসব প্রবীণ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন সেসব ত্যাগী নেতাদের বাড়িতে বাড়িতে যেয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এক শ্রেণীর ভন্ড,ধোকাবাজ ও নব্য আওয়ামীলীগার । তিনি ভন্ড নেতাদের হুশিয়ারি করে বলেন, ত্যাগী এসব নেতা-কর্মীরাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে নির্যাতিত করা হলে সে সকল ভন্ড ও নব্য নেতাদের উপযুক্ত জবাব দেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবেনা। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, জেলা যুবলীগের আহবায়ক এর অনুমোদন ছাড়া জেলা যুবলীগের ব্যানার কেউ ব্যবহার করতে পারে না। গত সোমবার মুজিবনগর ও মেহেরপুরের বহিষ্কৃত নেতাদের নিয়ে যুবলীগের ব্যানারে মিছিল করেছে, আমি মনে করি তারা যুবলীগের  কেউ নয়। এরা মাদকসেবি ও ব্যবসায়ী যুবলীগের ব্যানারে প্রোগামে ছিল। এই সকল নেতা-কর্মীরা তাদের কু-কর্মের কারণে য্বুলীগ থেকে তাদের বহিষ্কৃত করা হয়েছে । এই সকল বহিষ্কৃত নেতারা স্কুল কলেজের বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত আছে। তাদের সেই দুর্নীতি ঢাকার জন্য তারা আওয়ামীলীগে যোগ দিয়েছে। তিনি আরোও বলেন, আগামী ৭ মার্চ সামসুজ্জোহা পার্কে সমাবেশের মাধ্যমে দূর্নীতির জবাব দেওয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা জশিউর রহমান বকুল প্রমুখ । 

No comments: