জেলা প্রতিনিধি চাঁপাইনবাবাগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে পুলিশিং ফোরাম নাচোল থানার উদ্যোগে মাদক,সন্ত্রাস, দূর্ণীতি, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও ডিআইজি রাজশাহী রেঞ্জের প্রতিনিধি এসআই তারাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিব, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ইয়াহিয়া, কলেজের সভাপতি ও ইউপি সদস্য মেসবাহুল হক, জাহাঙ্গির আলম মেম্বার ও সাবেক ইউপি সদস্য সোনামুনি কুুজুরসহ স্থানীয়রা।

